Skip to main content

Posts

Showing posts from November, 2017

আজাদ : এক স্বাধীনতার নাম

শহীদ আজাদ (মাঝে) আজাদ। বাংলায় অর্থ করলে দাঁড়ায় "মুক্ত" "স্বাধীন" মাগফার উদ্দিন চৌধুরী আজাদের গল্পটা ও মুক্তির। একজন স্বাধীনতাকামী বীর বাঙালির। যার জীবনের গল্প পড়লে আপনার চোখে পানি আসবে, যার জীবনের গল্পটা আপনার নিউরোন জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। কিন্তু আজাদের জীবনের প্রথম দিকের গল্পটা রূপকথার রাজকুমারের মত। ১৯৪৬ সালে ঢাকার অত্যন্ত ধনী পরিবারে আজাদের জন্ম। সেসময় ঢাকার সবচেয়ে ধনীদের একজন ছিলেন আজাদের ব্যাবসায়িক বাবা। আলালের ঘরের দুলাল আজাদের বাড়িতে হরিণ থাকতো,ধবল রাজহাঁসের কলরবে বাড়ি মুখরিত থাকতো,মসলার বাগান থেকে ভেসে আসত দারুচিনির মিষ্টি গন্ধ। "দ্যা কিং" খ্যাত এলভিস প্রেসলি ছিল আজাদের সবচেয়ে পছন্দের গায়ক। প্রিয় গায়কের গান শোনার জন্য তখনকার সময়ে এক ধাক্কায় ১০০০ টাকার রেকর্ড কিনে নিয়ে বাসায় আসত আজাদ।  ১৯৬০ এর দিকে আজাদ যখন ক্লাস সিক্সে,আজাদের বাবা আরেকটা বিয়ে করতে চাইলেন। আজাদের মায়ের এই ব্যাপারে মত ছিল না। তিনি রাজপ্রাসাদ ছেড়ে আজাদকে নিয়ে আশ্রয় নেন পর্ণকুঠিরে। এরপর ছেলেকে পড়ালেখা শেখান। এইচ এস সি-র পর আজাদ করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৭০ সা